“দুর্নীতির সঙ্গে জড়িত নই” অভিযোগ উড়িয়ে জানালেন নুসরত

35

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ অগাস্ট, কলকাতাঃ আর্থিক প্রতারণা মামলায় নাম জড়িয়েছে তৃণমূল সাংসদ নুসরত জাহানের। অভিযোগ ওঠার ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডেকে নুসরত বললেন, ‘আমি ব্যাখ্যা দিতে আসিনি। ব্যাখ্যা তাঁরা দেয়, যাঁরা ভুল করেছে এবং ভয় পায়।’

সমস্ত অভিযোগ অস্বীকার করে নুসরত এদিন জানান, যে কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে সেই কোম্পানিতে আর কোনওভাবেই অংশীদার নন তিনি। আগে কোম্পানির ডিরেক্টর বোর্ডে থাকলেও ২০১৭ সালে তিনি সেখান থেকে পদত্যাগ করেছেন।

একইসঙ্গে তাঁর মন্তব্য, ‘আমি কোনওদিনই এরকম কোনও কাজ করিনি, ভবিষ্যতেও করব না । এইধরনের কাজের সঙ্গে যুক্তও নই। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন।’ নুসরতের আরও বক্তব্য, “ওই কোম্পানি থেকে আমি ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ টাকা লোন নিয়েছিলাম ফ্ল্যাট কেনার জন্য। সুদ সহ সেই টাকা আমি মিটিয়েও দিয়েছি। আমার কাছে যাবতীয় ব্যাঙ্ক ডিটেলস আছে।’

অভিযুক্ত কোম্পানি থেকে লোন নিতে গেলেন? এই প্রশ্ন সহ একাধিক প্রশ্ন সাংবাদিকরা তাঁর দিকে ছুড়ে দিতেই মেজাজ হারিয়ে প্রেস কনফারেন্স ছাড়লেন অভিনেত্রী সাংসদ। নুসরতের বিরুদ্ধে প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ নিয়ে সোমবার ইডির দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।

পরে রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই অভিযোগকে সমর্থন করেন। তৃণমূল সাংসদকে গ্রেপ্তারের দাবিও জানান শঙ্কুদেব। যদিও এই অভিযোগকে স্বাভাবিকভাবেই উড়িয়ে দেয় তৃণমূল। এরপরেই এদিন সাংবাদিক বৈঠক ডাকেন নুসরত।