খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ জুলাই, শিলিগুড়িঃ “পঞ্চায়েত ভোট ছিল সেমিফাইনাল, ফাইনাল হবে ২০২৪ এর লোকসভা ভোট। একসময় তৃণমূলের ঘর ছিল এই উত্তরবঙ্গ। লোকসভা নির্বাচনে সেই উত্তরবঙ্গে আবার তৃণমূলের বিজয়পতাকা উড়বে। ” বললেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, মনোনয়নপত্র জমা থেকে ফল প্রকাশ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সব হয়েছে। মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে তাতে প্রমাণ হল বিজেপির বিজয় রথ থেমে গিয়েছে। চা বলয় একটা সময় বিজেপির দখলে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্পে আদিবাসী ভাই ও বোনেদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভালো যোগাযোগ হয়েছে এবং তারই ফল দেখা গিয়েছে ভোট বাক্সে।” রাজ্যপাল প্রসঙ্গে তিনি বলেন, “ত্রিপুরায় এভাবে হিংসার আগুন ছড়াচ্ছে অথচ সেখানকার রাজ্যপালকে রাস্তায় দেখা যায়নি। পশ্চিমবঙ্গের পূর্বের রাজ্যপাল বিজেপির মুখপাত্র হয়ে কাজ করায় বর্তমানে তিনি উপরাষ্ট্রপতি হয়েছেন। একই পথ অনুসরণ করে চলছেন বর্তমান রাজ্যপাল।”