সাংসদ হতেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন প্রিয়াঙ্কা, বিধ্বস্ত ওয়েনাডের জন্য জানালেন সাহায্যের আর্জি

58

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ ডিসেম্বর, নয়াদিল্লি: সাংসদ হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ তাঁর লোকসভা কেন্দ্র ওয়েনাডে চলতি বছরের 30 জুলাই ভয়াবহ ধস নেমে ধ্বংস হয়ে যায় বিস্তীর্ণ এলাকা ৷ তাই কেন্দ্র পুনর্গঠন করতে বিজেপি সরকারের কাছে জরুরি ভিত্তিতে ত্রাণ সাহায্যের আর্জি জানালেন কংগ্রেস নেত্রী ৷

এদিন তাঁর নেতৃত্বে কেরলের সাংসদের একটি প্রতিনিধি দল শাহের সঙ্গে দেখা করতে যান ৷ এই প্রথম গান্ধী পরিবারের কেউ শাহের দরবারে গেলেন। শাহের কাছে তিনি ওয়ানাডের ক্ষতিপূরণে দু হাজার কোটি টাকার কেন্দ্রীয় সহায়তা চেয়েছেন।লোকসভায় সাংসদ হিসাবে শপথ নেওয়ার পরই প্রিয়ঙ্কা ওয়ানাডে গিয়ে কথা দিয়ে এসেছিলেন, এলাকার সমস্যার সুরাহা করার চেষ্টা করবেন।

সেই মতো ওয়ানাড থেকে ফিরেই শাহের সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে প্রিয়ঙ্কা বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খুব ভাল আলোচনা হয়েছে। এই আশ্বাস পেয়েছি যে, কেন্দ্রীয় সরকার কিছু সাহায্য করবে ৷ তারাই ঠিক করবে কীভাবে সাহায্য করা যায় ৷ ত্রাণের জন্য পরিকল্পনা করা হবে ৷” স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রিয়ঙ্কা গান্ধির দাবিদাওয়া নিয়ে মন্ত্রকের বক্তব্য বৃহস্পতিবার বিকালের মধ্যে জানিয়ে দেওয়া হবে।