বাঘাযতীনে হেলে পড়া বহুতলের প্রোমোটার গ্রেপ্তার, বকখালি থেকে ধরল পুলিশ

80

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৬ জানুয়ারি, কলকাতা: কলকাতার বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে বহুতল হেলে পড়ার ঘটনায় অবশেষে প্রোমোটারকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বকখালির আপনজন রিসর্ট থেকে সুভাষ রায় নামে ওই প্রোমোটারকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। চারতলা ফ্ল্যাটবাড়ির একাংশ ভেঙে হেলে পড়ার পর থেকেই অভিযুক্ত প্রোমোটার পলাতক ছিলেন।

ঘটনার দু’দিনের মাথায় তাঁকে গ্রেফতার করা হল। মঙ্গলবার দুপুরে কলকাতা পুরসভার ৯৯ ওয়ার্ডে বাঘাযতীন চত্বরে বিদ্যাসাগরের কলোনির একটি আবাসন হেলে পড়ে। ঘটনার প্রাথমিক তদন্তে কলকাতা পুরসভা জানায়, অনুমতি ছাড়াই তৈরি হয়েছিল ওই বহুতল। ইতিমধ্যেই প্রোমোটার সুভাষ রায় ও আট বাসিন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তাতে বলা হয়েছে, প্রশাসনকে না জানিয়েই রক্ষণাবেক্ষণের কাজ শুরু করা হয়েছিল।

মাটি পরীক্ষা না করে চলছিল ‘হাইড্রলিক জ্যাকিং’। প্রোমোটার সুভাষ রায়ের সংস্থা নাগরা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এই কাজ করছিল। বাসিন্দাদের অভিযোগ, ১০-১২ বছর আগে জলাভূমি ভরাট করে বেআইনি ভাবে ওই বহুতল নির্মাণ করা হয়েছিল। চারতলা বাড়ি নির্মাণের অনুমোদনও ছিল না বলে অভিযোগ করেছেন তাঁরা।

যেহেতু জল জমার সমস্যা দূর করতে হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়িটি উঁচু করা হচ্ছিল, তাই বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের চাঙড় উঠে যায়। যার জেরে এই বিপত্তি। এদিকে ঘটনার পর থেকে পলাতক ছিলেন প্রোমোটার সুভাষ রায়।বুধবার রাতে একবার মোবাইল ফোন অন করেন সুভাষ রায়। তাতেই তাঁর টাওয়ার লোকেশন জানতে পারেন তদন্তকারীরা।বৃহস্পতিবার সকালে সুন্দরবন জেলা পুলিশের অন্তর্গত ফ্রেজারগঞ্জ থানার পুলিশের সাহায্যে ওই হোটেলে তল্লাশি চালিয়ে শেষপর্যন্ত গ্রেপ্তার করে অভিযুক্তকে।