খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুন, বর্ধমানঃ শুক্রবার থেকে শুরু হয়ে গেল পূর্ব বর্ধমান জেলার পঞ্চায়েত ভোটের ভোটকর্মীদের প্রশিক্ষণ। আর এই প্রশিক্ষণ কেন্দ্রেই ‘প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী পাবো না, ভোট নিতে যাবো না’, ‘কাকদ্বীপ থেকে কোচবিহার, কেউ আর নয় রাজকুমার’ এই শ্লোগানকে সামনে রেখে বিক্ষোভ মিছিলে সামিল হলেন সংগ্রামী যৌথ মঞ্চের সমর্থকরা। জেলার কালনা, কাটোয়া সহ বর্ধমান শহরের তিনটি স্কুলেও ভোট কর্মীদের মধ্যে পঞ্চায়েত ভোট নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা গেল। ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোটা জেলায় আসন্ন পঞ্চায়েত ভোটের জন্য প্রায় ২৭ হাজার পুরুষ এবং ৩ হাজার ৬০০ মহিলা ভোট কর্মীকে প্রশিক্ষণের জন্য চিঠি পাঠানো হয়েছে। শুক্রবার প্রথম দিনে গোটা জেলায় প্রায় ৪ হাজার ভোটকর্মী প্রশিক্ষণ কেন্দ্রে হাজির হলেও যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা জানিয়েছেন, তাঁরা মূল প্রশিক্ষণকে বয়কট করেছেন।
তাঁদের দাবী, প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত হলেই তাঁরা ভোট কেন্দ্রে যাবেন। নাহলে তাঁরা ডিসিআরসিতেও এই দাবীতে বিক্ষোভ দেখাবেন শুধু তাইই নয়, প্রয়োজনে তাঁরা বুথ থেকেই ফিরে আসবেন। এদিকে, এই দাবীতে এদিন বর্ধমান শহরের বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুল, বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুল এবং টাউন স্কুল সহ কাটোয়া ও কালনাতেও বিক্ষোভ দেখান যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা।