স্থায়ী ভিসি ও রেজিস্ট্রার নিয়োগ ও স্নাতকে পরীক্ষা ফর্ম ফিলআপের ফি-কমানোর দাবিতে পিবিইউ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন ডিএসও-র

71

কোচবিহার, ১০ ফেব্রুয়ারিঃ স্থায়ী ভিসি ও রেজিস্ট্রার নিয়োগ ও স্নাতকে পরীক্ষা ফর্ম ফিলআপের ফি কমানোর দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন এআইডিএসও। এদিন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ ডেপুটেশন ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেন তারা। এদিন সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক আসিফ আলম, বিশ্ববিদ্যালয় ইউনিটের সম্পাদক সুনির্মল অধিকারী সহ আরো অনেকে।

তাদের দাবি গুলি হল,কলেজগুলিতে পরিক্ষার ফি কমাতে হবে। ৩য় সেমিস্টারের ছাত্রছাত্রীদের যাদের (৮৫ শতাংশ ছাত্রছাত্রী) ১ম সেমিস্টারে ব্যাকলগ আছে, তাদের ফর্ম ফিল আপের ফি মকুব করা হোক। ফর্ম ফিলাপের ফি দিতে অপারগ ছাত্র-ছাত্রীদের ফি মকুব করতে হবে। অবিলম্বে কলেজগুলোতে নিয়মিত ক্লাস ও পড়াশুনার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

এদিন সংগঠনের নেতা অসিফ আলম জানান,”আমরা ছাত্র সংগঠন এআইডিএসও-র পক্ষ থেকে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলিতে স্নাতকের ছাত্রছাত্রীদের ফি সংক্রান্ত বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করছি। বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে পরিক্ষার ফর্ম ফিলাপ শুরু হয়েছে, তাতে উদ্বেগের সাথে লক্ষ করছি তৃতীয় সেমিস্টারের বহু ছাত্রছাত্রী এখনো ফর্ম ফিল আপ করেনি। তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, অতিরিক্ত ফি-র কারণে অসংখ্য ছাত্র-ছাত্রী পরিক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আমরা বিগত দিনে আপনার কাছে স্মারকলিপি আকারে জানিয়েছি, জেলার প্রায় ৮৫ শতাংশ প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে বা কোনো না বিষয়ে ব্যাকলগ পেয়েছে। কলেজ গুলোতে ক্লাস না হওয়া,সিলেবাস অসম্পূর্ণ রেখে পরীক্ষা নেওয়া,অবৈজ্ঞানিক ৪ বছরের ডিগ্রি কোর্স ও সেমিস্টার চালু করার দরুনই এই অনভিপ্রেত ফলাফল। কোনো একটি বিষয়ে ফেল থাকার দরুন ৩য় সেমিস্টারের ৮৫ শতাংশ ছাত্রছাত্রী এবার স্কলারশিপের আবেদন করতে পারছে না। আবার ৩য় সেমিস্টারের পাশাপাশি ১ম সেমিস্টারের ফর্ম ফিল আপ -এর জন্য পুরো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হচ্ছে,এমনকি কোনো একটি মাত্র সাবজেক্টের জন্য সমস্ত সাবজেক্টের ফর্ম ফিল আপ এর ফি দিতে হচ্ছে। যা অন্যায় এবং অযৌক্তিক।

আসিফ আলম আরো জানান,বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভিসি ও রেজিস্ট্রার নিয়োগ সহ পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি,চার বছরের ডিগ্রি কোর্স বাতিল এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত সমস্যা সমাধানে আগামী ১লা মার্চ রেড ক্রস ভবনে জেলা শিক্ষা কনভেনশন। উচ্চ শিক্ষার সাথে যুক্ত সকল ছাত্রছাত্রীদের এই কনভেনশনে উপস্থিত হয়ে নিজেদের প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে আলোচনায় সামিল হতে আহ্বান জানাই।