অনলাইনে ডেঙ্গির সমীক্ষা বন্ধ সহ একাধিক দাবিতে শিলিগুড়িতে সরব আশাকর্মীরা

0
40

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ জুলাই, শিলিগুড়ি: অনলাইনে ডেঙ্গির সমীক্ষা বন্ধের দাবি তুলে বিক্ষেভে সামিল হলেন পশ্চিমবঙ্গ পুর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের সদস্যরা। বৃহস্পতিবার শিলিগুড়ি কোর্ট মোড় থেকে একটি ধিক্কার মিছিল বার করে পুর নিগমের প্রধান গেটের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন আশাকর্মীরা।

বিক্ষোভকারীদের দাবি, ডেঙ্গি প্রতিরোধে অনলাইন ব্যবস্থাপনায় কাজ করতে অসুবিধা হচ্ছে তাঁদের। পাশাপাশি আরও একগুচ্ছ দাবিতে সরব হন তাঁরা। এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তা চাদরে মুড়ে ফেলে গোটা এলাকা। পুর নিগমের প্রধান গেটের সামনে ব্যারিকেট করে রাখে পুলিশ।

অন্যদিকে বিক্ষোভকারীরা তাদের দাবি নিয়ে স্লোগান চড়ায় প্রধান গেটের সামনে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পরে অবশেষে প্রতিনিধি দল পুর নিগমে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। অবিলম্বে তাঁদের সমস্যা সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেন পশ্চিমবঙ্গ পুর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here