খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জুলাই, কলকাতাঃ নিয়োগের দাবিতে ফের সল্টলেকের আচার্য সদনের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। বুধবার সকাল থেকে চাকরিপ্রার্থীদের বিক্ষোভের কারণে উত্তপ্ত হয়ে ওঠে করুণাময়ী এলাকা।
এদিন সকাল পৌনে আটটা নাগাদ আচার্য সদনের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন উচ্চ প্রাইমারি চাকরিপ্রার্থীরা। দাবি, উচ্চ প্রাইমারি প্যানেল প্রকাশ করতে হবে। পরীক্ষা দিয়েও চাকরি হয়নি অনেকের। প্যানেল প্রকাশ করেনি আচার্য সদন।
চাকরিপ্রার্থীদের দাবি, ১৪ হাজার ৩৩৯ শূ্ন্যপদ থাকলেও দীর্ঘ সাড়ে নয় বছর যাবৎ তাঁরা চাকরি পাননি। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ২৪৪ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। যোগ্য প্রার্থীদের নিয়োগ না হলে চাকরিপ্রার্থীরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও দাবি করেছেন।
এদিন কালো ব্যাচ পড়ে থালা হাতে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। খবর শুনেই ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব বিধাননগর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আসে র্যাফও। আধঘণ্টা পরেই বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।
প্রসঙ্গত, বুধবার সকালে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল কিড স্ট্রিট। কলকাতার কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের গেটে বসে পড়েন ২০১৬ সালের এসএলএসটি চাকরি প্রার্থীরা। তাঁদের অভিযোগ, বিধানসভায় কেউ নিয়োগে জটিলতার প্রসঙ্গ তুলছে না। বিক্ষোভকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এদিন ফের একই ঘটনার পুনরাবৃত্তি হল।