খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ জুলাই, মালদাঃ বিজেপি কর্মীর মৃত্যুতে রণক্ষেত্র বামনগোলা। ঘটনার প্রতিবাদে সোমবার নালাগোলা ফাঁড়ি ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশ পরিস্থিতি সামাল দিতে এলে তাদের ঝাঁটা নিয়ে তাড়া করেন বিজেপি কর্মী-সমর্থকরা। পরে মালদা নালাগোলা রাজ্য সড়ক নালাগোলার বিবেকানন্দ মোড়ে অবরোধ করেন বিজেপি কর্মীরা। ভাঙচুর করা হয় নালাগোলা পুলিশ ফাঁড়ি।
বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ওই কর্মীর ছেলে-বউমাকে। এদিন মৃত বুরান মুর্মুর বাড়িতে দেখা করতে যান উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ উত্তর মালদার সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত, জেলা সাধারণ সম্পাদক প্রতাপ সিং সহ বিজেপির কর্মীরা। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে এদিন সরব হন বিজেপি কর্মী সমর্থকরা।