পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের প্রতিবাদে ধূপগুড়িতে বিডিও অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির

0
19

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ জুলাই, জলপাইগুড়ি: শুক্রবার জেলার সমস্ত BDO অফিসে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেই কারণে প্রতিটি BDO অফিসের সামনে কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে।

এদিন পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা, রিগিং গণনাকেন্দ্রের কারচুপির অভিযোগ তুলে জেলা জুড়ে সমস্ত বিডিও অফিসে ঘেরাও অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল বিজেপির তরফে।

এদিন বিজেপি কর্মীরা ধূপগুড়ি থেকে মিছিল করে ধূপগুড়ি বিডিও অফিসে পৌঁছায়। কিন্তু ধূপগুড়ির বিডিও অফিসের গেটে তাদের পুলিশ আটকে দেয় এরপর শুরু হয় বিজেপির কর্মী এবং পুলিশের মধ্যে বচসা।

পরবর্তীতে বিজেপির ৮ জনের একটি প্রতিনিধিদল ধূপগুড়ির বিডিও অফিসকক্ষে গিয়ে ধূপগুড়ির বিডিওর হাতে স্মারকলিপি প্রদান করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here