পঞ্চায়েত মির্বাচনে ভোট লুটের অভিযোগে মাটিগাড়া বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপি’র

0
43

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ জুলাই, শিলিগুড়িঃ সারা রাজ্যব্যাপী পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের ছাপ্পা, রিগিং, ,ভোট চুরি সহ ব্যালট পেপার খেয়ে নেবার মতন ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে আন্দোলনে সরব হল রাজ্য বিজেপি। শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলার গ্রামীণ আধিকারিক দপ্তরে বিক্ষোভ সংঘটিত করা হয় বিজেপির পক্ষ থেকে।তারই অঙ্গ হিসাবে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে মাটিগাড়া বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়।

এদিন সংগঠনের সভাপতি তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি করা হয়। তবে আন্দোলনকারীদের ঠেকাতে বিডিও অফিস চত্বরে সকাল ৬টা থেকে সন্ধে ৬টা অবধি জারি করা হয় ১৪৪ ধারা। মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী।

এদিন আন্দোলনকারীরা বিডিও অফিসে প্রবেশ করতে গেলে তাদের সাথে ধস্তাধস্তি বেধে যায় পুলিশ কর্মীদের। পরবর্তীতে ব্যারিকেট ভেঙে আন্দোলনকারীরা পৌঁছে যায় বিডিও অফিসের গেটের সামনে। সেখান থেকেই কয়েকজন প্রতিনিধি তাদের দাবি সংবলিত স্মারকলিপি বিডিওর হাতে তুলে দেয়।

সংগঠনের সভাপতি আনন্দময় বর্মন জানান, প্রশাসনকে কাজে লাগিয়ে রাজ্যে শাসক দল পঞ্চায়েত নির্বাচন জয়ী হয়েছে যা অতি নিন্দনীয়। যারা এই ধরনের ভোট লুট, ছাপ্পা, র‍িগিং এর সাথে জড়িত তাদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here