কোচবিহারে নির্যাতিতা কিশোরীর মৃত্যুর ঘটনায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির

51

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুলাই, তুফানগঞ্জ: যৌন নির্যাতনে কোচবিহারের খাপাইডাঙ্গার কিশোরীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। বুধবার বিকেলে তুফানগঞ্জ ১ ব্লকের চামটা মোড় সংলগ্ন এলাকায় তুফানগঞ্জ কোচবিহার ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় বিজেপি।

প্রসঙ্গত, প্রায় সাতদিনের লড়াই শেষে শেষমেষ মৃত্যুর কোলে ঢলে পড়ে কোচবিহারের নির্যাতিতা নাবালিকা ছাত্রী। এদিন সকালে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে।

এদিন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও রাজ্যে নারীদের সুরক্ষা নেই এই অভিযোগ তুলে  পথ অবরোধে সামিল হন বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় ৩০ মিনিট ধরে চলে অবরোধ। পরবর্তীতে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।