খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ জুলাই, মালদা: আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার এবং তাদের বিরুদ্ধে সংসদে আইন প্রণয়নের প্রতিবাদে আন্দোলনে নামল রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ। এই মর্মে মঙ্গলবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্নায় বসলেন রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের কর্মীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত দাবি দাওয়া নিয়ে গোটা রাজ্য জুড়ে তাদের আন্দোলন। তার পাশাপাশি দাবির সমর্থনে আগামী ৭ ই আগস্ট ভারত বন্ধেরও ডাক দেওয়া হয়েছে সংগঠনের তরফে।