খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ জুলাই, শিলিগুড়ি: ভারতের পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করলেই দিতে হচ্ছে ট্যাক্স, যেখানে ভুটানের গাড়ির ক্ষেত্রে কোনো ট্যাক্স লাগু হয়নি। ভারতের গাড়ি চালকদের থেকেও যাতে এধরণের ট্যাক্স না নেওয়া হয় তার দাবি জানিয়ে ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ প্রদর্শন করল ফুলবাড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, ফুলবাড়ি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও ফুলবাড়ি ট্রাক ড্রাইভার ইউনিয়ন।
বুধবার তাদের এই বিক্ষোভে এলাকায় উত্তেজনা ছড়ায়। তাদের দাবি ভুটানের গাড়িতে যখন ট্যাক্স দিতে হচ্ছে না তখন ভারতের গাড়ি বাংলাদেশে প্রবেশ করলে কেন চালকদের ট্যাক্স দিতে হবে।ট্যাক্স যাতে তুলে নেওয়া হয় তারই দাবি জানানো হয় এদিন। অন্যদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।