নতুন ব্রিজ নির্মাণের দাবিতে দিনহাটার রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা

89

দিনহাটা, ১৩ জানুয়ারিঃ নতুন ব্রিজ নির্মাণের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। সোমবার দুপুরে দিনহাটার রাজ্যসড়ক রাধানগর কলোনি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ওই এলাকার বাসিন্দারা। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। পরে স্থানীয়দের সাথে কথা বলে পথ অবরোধ তোলার অনুরোধ করেন। পরে স্থানীয়দের দাবির কথা শুনে সরকারী আধিকারিকরা আশ্বাস দিলে দুই ঘন্টা পর ওই পথ অবরোধ তুলে নেন। ওই ঘটনার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যার ফলে ভোগান্তির শিকার হয় নিত্যযাত্রীরা।

জানা গেছে,বড় আটিয়াবাড়ী ১নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব পেউলাগুড়ি এলাকায় দীর্ঘ কয়েক বছর থেকে বেহাল অবস্থায় হয়ে রয়েছে কালভার্ট। সেই কালভার্ট দিয়ে একটি অ্যাম্বুলেন্স, বড় গাড়ি যেতে পারে না। স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ ওই কালভার্ট দিয়ে চলাফেরা করতে পারছে না, সকলের অসুবিধা হচ্ছে। বারবার এলাকার সাংসদ, বিধায়ক তথা মন্ত্রী ও ব্লক প্রশাসনের আধিকারিকদের জানিও কোন কাজ হয় নি। তাই বাধ্য হয়ে আজ পথ অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা।

এবিষয়ে আন্দোলনকারী স্থানীয় ব্যক্তি এজারুল হক জানান,পূর্ব পেউলাগুড়ি এলাকায় একটি কালভার্ট রয়েছে। সেই কালভার্টের উপর দিয়ে দুটি গ্রামের লোকজন চলাফেরা করেন। কিন্তু ওই কালভার্ট দীর্ঘ পাঁচ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। গ্রামের কোন প্রসূতি মা অসুস্থ হলে বা সাধারণ মানুষ অসুস্থ হলে ওই কালভার্টের দিয়ে একটি অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া যায় না। অনেকটা দূর ঘুরে যেতে হয়। তারপর স্থানীয় সাংসদ ও বিধায়ক এমনকি ব্লক আধিকারিকদের জানিয়েও কোন সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে আজ আমরা পথ অবরোধ করি। তারপরে পুলিশ ও ব্লক স্তরের আধিকারিকরা এসে আমাদের আশ্বাস দেন। পরে আমরা পথ অবরোধ তুলে নেই।

এদিন দিনহাটা ১ নং ব্লকের বিডিও অফিসের জুনিয়ার ইঞ্জিনিয়ার পরিমল রায় জানান,পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে শুনেই আসলাম। আমরা এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলি এবং তাদের মুল দাবি গুলো শুনলাম। বিষয়টা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষয়ের সাথে আলোচনা করবো। যাতে তাদের দাবি গুলো খুব দ্রুত সমাধান হয়ে যায়।