খবরিয়া নিউজ ডেস্ক, ২৩শে জুন, নকশালবাড়ি: সুধীর নাগেশিয়া নামে এক আদিবাসী ব্যক্তির মৃত্যুকে ঘিরে উত্তপ্ত নকশালবাড়ির হাতিঘিসা সংলগ্ন মুড়ি বস্তি গ্রাম। সেই ঘটনার জেরে একাধিক বাড়িঘর ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার দুদিন কেটে যাওয়ার পরে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, সভাধিপতি অরুন ঘোষ সহ দার্জিলিং জেলা সমতলের সভাপতি পাপিয়া ঘোষ। শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ এবং মৃতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা তাদের দেওয়া হবে বলে আশ্বাস দেয়া হয়েছে। এছাড়াও গ্রামের মানুষদের সুবিধার্থে এলাকায় একটি হেলথ চেকআপ ক্যাম্প এবং একটি কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হয়েছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কমিউনিটি কিচেন চলবে। আজ ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে এবং যাদের সমস্ত নথিপত্র পুড়ে গিয়েছে তাদের জন্য ডকুমেন্টেশন ক্যাম্প করা হচ্ছে।