৯ লক্ষ টাকা ব্যয়ে মা ক্যান্টিনে নতুন ঘরের কাজের সূচনা করলো কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ

126

মনিরুল হক, কোচবিহারঃ মা ক্যান্টিনে নতুন ঘরের কাজের শুভ সূচনা করা হলো কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন কোচবিহার এমজেএন মেডিক্যাল ও হাসপাতালের মাতৃমা সংলগ্ন এলাকায় ওই ঘরের কাজের সূচনা হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ,  কোচবিহার এমজেএন মেডিক্যাল ও হাসপাতালের এমএসভিপি সৌরদ্বীপ রায়, কোচবিহার পৌরসভার কাউন্সিলার অভিজিৎ মজুমদার সহ আরও অনেকে।

জানা গেছে, দুঃস্থ ও অসহায় মানুষদের জন্য রাজ্যের বিভিন্ন সরকারী হাসপাতাল গুলোতে মা ক্যান্টিন শুরু হয়। মা ক্যান্টিনের কাজ শুরু করা হলেও তার নিজস্ব কোনো ঘর নেই। তাই তাদের কথা মাথায় রেখে আজ মা ক্যান্টিনে নতুন ঘরের কাজের শুভ সূচনা করেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। ওই কাজ আগামী ছয় মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। এখানে মোট ৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই ঘরটি বলে জানা গিয়েছে।

এদিন এবিষয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান,মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের বিভিন্ন হাসপাতাল গুলিতে মা ক্যান্টিন চালু করেন। সেই অনুযায়ী কোচবিহার এমজেএন মেডিক্যাল ও হাসপাতাল আমাদের মা ক্যান্টিন চালু করার জন্য জায়গা দিয়েছে। সেখানে আমাদের কাজ চলছে মা ক্যান্টিনের। যেহেতু আমাদের মা ক্যান্টিনের কোন বিল্ডিং নেই। তাই আমরা ৯ লক্ষ টাকা ব্যয়ে মা ক্যান্টিনের ঘরের কাজের সূচনা করা হয় আজ। এখানে প্রতিদিন হাসপাতালে আসা রোগী ও রোগীর পরিবারের লোকজনের খাবার দেওয়া হয় মাত্র ৫ টাকায়। প্রতিদিন সেখানে প্রায় ৩০০ মানুষের খাবার দেওয়া হয়। এই কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পূর্ণ হবে জানান তিনি।