কোচবিহার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ৬ কোটি টাকা ব্যয়ে পেপার ব্লকের রাস্তার কাজ সূচনা করলেন রবীন্দ্রনাথ ঘোষ

69

মনিরুল হক, কোচবিহার: ছয় কোটি টাকা ব্যয়ে কোচবিহার পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডে পেপার ব্লকের রাস্তা নির্মাণের কাজ সূচনা করলেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের বেশ কিছু রাস্তার কাজের সূচনা করলেন চেয়ারম্যান, তার সঙ্গে উপস্থিত ছিলে কাউন্সিলর চন্দনা মহন্ত, উজ্জ্বল তর, মায়া সাহা, ভূষণ সিং সহ অন্যান্য আধিকারিকরা।

জানা গেছে,কোচবিহার শহরের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের রাস্তা গুলি বেহাল অবস্থায় রয়েছে। ফলে সমস্যায় পড়ছে স্থানীয় বাসিন্দারা। বর্ষা এলেই তাদের রাস্তায় যাতায়াত করতে খুবই সমস্যা হয়। তাই সাধারণ মানুষের যাতায়াতের যাতে কোন সমস্যা না হয় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে ছয় কোটি টাকা ব্যয়ে কোচবিহার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের পেপার ব্লকের রাস্তা নির্মাণের কাজের সূচনা করেন। এদিন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বিভিন্ন ওয়ার্ডে যান এবং সেখানে গিয়ে রাস্তা তৈরীর কাজ নির্মাণের কাজের শুভ উদ্বোধন করেন।

এদিন সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, প্রথম পর্যায়ে কোচবিহার শহরের কুড়িটি ওয়ার্ডের মোট ৬০ থেকে ৭০টি পেপার ব্লকের গলির রাস্তা কাজ হবে। এই রাস্তা গুলিতে তৈরি করতে প্রায় ছয় কোটি টাকার মতো খরচ হবে। এর আগেও হয়েছে। আমাদের পৌরসভায় মুল লক্ষ্য যেহেতু কোচবিহার শহর হেরিটেজ হয়েছে, তার সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাট গুলো পেভার ব্লকে মুড়িয়ে দেওয়া হবে বলে জানান তিনি।