কোচবিহারের তোর্ষা নদীতে জলস্তর বেড়ে যাওয়া ফাঁসিরঘাট এলাকা পরিদর্শন করলেন রবীন্দ্রনাথ ঘোষ

64

কোচবিহার, ১৯ জুনঃ পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টির ফলে কোচবিহারে নদীগুলির জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে। তোর্সা নদীর জলস্তর বাড়ায় নদীর পার্শ্ববর্তী এলাকার বাড়িগুলিতে জল ঢুকে পড়েছে। বুধবার বেলা বারোটা নাগাদ কোচবিহারের তোর্ষা নদীতে প্রবল জলস্তর বেড়ে যাওয়া ফাঁসিরঘাট এলাকা পরিদর্শন করতে এসে স্থানীয় লোকজনদের সাথে কথা বলেন এবং তারা কেমন রয়েছে সেই বিষয়ে খোঁজ খবর নেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি পরিদর্শনে এসে নদীর পার্শ্ববর্তী এলাকার লোকজনের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি।

তোর্সা নদীর ফাঁসিরঘাটে জলস্তর পরিদর্শন করার পর কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, দুবছর আগে আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকে নদীর পার দিয়ে বাঁধ বেঁধে দেওয়ার আর্জি জানিয়েছিলাম। কিন্তু এখনো কেন হলো না তা জানা নেই। আমরা আশা রাখবো সাধারণ মানুষের সুবিধার্থে নদীর পাড়ে বাঁধ তৈরি করে দেবে ইরিগেশন ডিপার্টমেন্ট। যদি এটা পৌরসভার পক্ষ থেকে করা যেত তাহলে আমরা করে দিতাম। যেহেতু এটা ইরিগেশন ডিপার্টমেন্টের তাই আমরা একটু করতে পারবো না। তবে আমরা মানুষের পাশে রয়েছি।

উল্লেখ্য, ভারত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ১৯ থেকে ২৩ জুন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা আছে। কোচবিহার, জলপাইগুড়ি- আগামী ১৯ থেকে ২৩ জুন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির সম্ভাবনা থাকায় সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, জমির জল নিকাশি বাবস্থা ভালো করুণ যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায়। পরিনত ফল, সবজি ও ফসল কেটে সুরক্ষিত স্থানে মজুত করুণ। পাট ও মুগ গাছে প্রয়োজন হলে ছত্রাক নাশক প্রয়োগ করুণ।

জেলার কিছু কিছু জাইগায় ঝড় হওয়ার সম্ভাবনা আছে, ঝড় এর সময় নড়বরে কাঠামো ও গাছ থেকে দূরে থাকুন। বজ্র বিদ্যুৎ এর সময় সুরক্ষিত স্থানে আশ্রয় নিন। গাছ বা ইলেক্ট্রিক এর খুঁটির নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হছে। বৃষ্টির সম্ভাবনা থাকায় খুব প্রয়োজন ছাড়া সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া হছে। পরিনত ফল, সবজি ও ফসল কেটে সুরক্ষিত স্থানে মজুত করুণ।