কোচবিহার, ১৩ জানুয়ারিঃ ফের কোচবিহারের রবিতেই ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবারও ৩৬ তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত কমিটির চেয়ারম্যান করলেন রবীন্দ্রনাথ ঘোষকে। তিনি ছাড়াও আরও ২৩ জন ওই কমিটিতে স্থান পায়। গত বছরের পর এবারও রবীন্দ্রনাথকে ভরসা করলেন মুখ্যমন্ত্রী। এদিন ওই ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত কমিটি ঘোষণার পর খুশি কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
জানা গেছে, প্রতিবছরের মতো এবারও রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত কমিটি ঘোষণা হয়। এদিন কোচবিহার, আলিপুরদুয়ার,জলপাইগুড়ি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিয়ে ওই কমিটি গঠন করা হয়। এদিন রাজ্যের ৩৬তম ভাওয়াইয়া সঙ্গীত কমিটিতে ২৪ জন স্থান পেয়েছেন। ওই কমিটিতে চেয়ারম্যান পদে নিযুক্ত করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে। ওই কমিটিতে মন্ত্রী বুলুচিক বারাইক ও রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বংশীবদন বর্মণকে যুগ্মভাবে ভাইস চেয়ারম্যান করেন। ওই কমিটির সম্পাদক করা হয় জেলাশাসককে এবং কনভেনার করা হয় কোচবিহার জেলা ওয়েলফেয়ার অফিসার রণজিৎ নট্টকে।
এছাড়াও মন্ত্রী উদয়ন গুহ, এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ, প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক জোসেফ মুন্ডা, প্রাক্তন সাংসদ বিজয় কুমার বর্মণ, মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, মাদারিরহাটের বিধায়ক জয় প্রকাশ টপ্পা, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার সহ আরও অনেকে।
এদিন রাজ্যের ৩৬তম ভাওয়াইয়া সঙ্গীত কমিটির চেয়ারম্যান হওয়ার পর রবীন্দ্রনাথ ঘোষ জানান,গত বছর আমাকে রাজ্যের ৩৫তম ভাওয়াইয়া সঙ্গীত কমিটির চেয়ারম্যান করা হয়। এবারও রাজ্যের ৩৬ তম ভাওয়াইয়া সঙ্গীত কমিটিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার উপর ভরসা রাখলেন এবং আমাকেই চেয়ারম্যান করলেন। এতে আমি খুশি। আমার উপর ভরসা রাখার জন্য এবং দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।