দুবাইয়ে গ্রেপ্তার রাহাত ফতে আলি খান! গুজব ছড়াতেই বিবৃতি দিলেন গায়ক

61

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২২ জুলাই, নয়াদিল্লি: দুবাইতে নাকি গ্রেপ্তার হয়েছেন পাক গায়ক রাহাত ফতে আলি খান। সোমবার সন্ধ্যায় আচমকাই এমন খবর ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। প্রাক্তন ম্যানেজারের করা অভিযোগের ভিত্তিতেই নাকি তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই আসরে নামেন শিল্পী। একটি বিবৃতি প্রকাশ করেন তিনি।

ওই ভিডিয়োয় দেখা যায়, নিশ্চিন্তে বসে রয়েছেন গায়ক। অনুরাগীদের উদ্দেশে বলছেন, “সব কিছু ঠিক রয়েছে। আমাদের গানের রেকর্ডিং খুব ভাল হয়েছে। আপনাদের কাছে অনুরোধ জঘন্য গুজবে কান দেবেন না। খুব শীঘ্রই দেশে ফিরব আপনাদের কাছে।”

জন্মসূত্রে পাকিস্তানের বাসিন্দা হলেও বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক রাহত ফতেহ আলি খান। ‘তেরে মস্ত মস্ত দো নয়ন’, ‘তেরে বিন’, ‘ওরে পিয়া’-র মতো জনপ্রিয় গান গেয়েছেন তিনি। তবে আপাতত ভারতে গান গাওয়ার পথ তাঁর বন্ধ। ২০১৬ সাল থেকেই উরি হামলার পর থেকেই পাকিস্তানি শিল্পীদের ভারতে কোনও কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।