গুজরাট থেকে সেপ্টেম্বরে ফের শুরু হচ্ছে রাহুলের ভারত জোড়ো যাত্রা

20

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ অগাস্ট, নয়াদিল্লিঃ রাহুল গান্ধির নেতৃত্বে শুরু হচ্ছে ‘ভারত জোড়ো যাত্রা’র দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের এই কর্মসূচি দেশজুড়ে বিপুল সাড়া ফেলার পর, দ্বিতীয় পর্বের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন রাহুল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা জানান মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলে।

একাধিক প্রদেশ কংগ্রেস নেতৃত্ব প্রাক্তন কংগ্রেস সভাপতিতে তাদের রাজ্য থেকে যাত্রা শুরুর আর্জি জানিয়েছেন। তবে কংগ্রেস সূত্রে খবর, ‘ভারত জোড়ো যাত্রা’র দ্বিতীয় দফা শুরু হবে গুজরাট থেকে। শেষ হবে মেঘালয়ে। একাধিক প্রদেশ কংগ্রেস নেতৃত্ব প্রাক্তন কংগ্রেস সভাপতিতে তাদের রাজ্য থেকে যাত্রা শুরুর আর্জি জানিয়েছেন।

জানা গিয়েছে, কংগ্রেসের ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ এখনও রাহুলের যাত্রাপথ পুরোপুরি চূড়ান্ত করতে পারেনি। তবে মহারাষ্ট্র ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে জানান, তিনি ইতিমধ্যে ৪৮জন পর্যবেক্ষককে নিয়োগ করেছেন। রাজ্যের ৪৮টি লোকসভা আসন এলাকার সাংগঠনিক অবস্থা সম্পর্কে তাঁরা রিপোর্ট দেবেন।

উল্লেখ্য, গত বছর ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেন রাহুল। যা শেষ হয় চলতি বছরে ৩০ জানুয়ারি কাশ্মীরে। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ১২টি রাজ্য, ২টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে প্রায় ৩ হাজার ৯৭০ কিলোমিটার পথ অতিক্রম করেন রাহুল গান্ধি।

তাঁর সঙ্গে পদযাত্রায় পা মিলিয়েছেন অগণিত সাধারণ মানুষ থেকে তারকারাও। সাধারণ মানুষের মধ্যেও আলোড়ন সৃষ্টি করেছিল এই কর্মসূচি। এবার লোকসভা নির্বাচনের আগে আবারও ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করতে চলেছেন তিনি। তবে কবে থেকে এই কর্মসূচি শুরু হবে, তা এখনও জানা যায়নি।