খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ সেপ্টেম্বর, নয়াদিল্লি: সম্প্রতি ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত হয়েছিল ওয়েনাড।প্রাকৃতিক দুর্যোগে ছাড়খাড় হওয়া গ্রামগুলিতে শুরু হয়েছে পুনর্বাসনের কাজ। এর মধ্যেই ওয়েনাডের বাসিন্দাদের পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পুরনো সংসদীয় এলাকার জন্য সাংসদ হিসাবে প্রাপ্ত মাসিক বেতনের পুরো টাকাটাই দান করে দিলেন তিনি।
ত্রাণ এবং পুনর্বাসন খাতে দু’লক্ষ ৩০ হাজার টাকা দান করেছেন। পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করেন রাহুল সাহায্যের কথা জানান।
একই সঙ্গে তিনি লেখেন, ‘‘ওয়েনাড় বাসিন্দারা যে অকল্পনীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন, তা থেকে তাঁদের পুনরুদ্ধারের জন্য আমাদের সমর্থনের প্রয়োজন। আমি ক্ষতিগ্রস্তদের ত্রাণ এবং পুনর্বাসনের প্রচেষ্টায় সহয়তার জন্য পুরো মাসের বেতন দান করছি। আমি সমস্ত দেশবাসীকে অনুরোধ করব, সাহায্যের জন্য এগিয়ে আসতে। সামান্য কিছুও পার্থক্য গড়ে দিতে পারে। ওয়েনাড় আমাদের দেশের একটি সুন্দর অংশ।’’
কংগ্রেস ইতিমধ্যেই ‘স্ট্যান্ড উইথ ওয়েনাড়’ বলে একটি অ্যাপও চালু করেছে। গত ৩০ জুলাই ভোররাতে যখন ঘুমে আচ্ছন্ন গোটা গ্রাম, তখনই হঠাৎ প্রবল শব্দে মাটি কেঁপে ওঠে ওয়েনাডে। ভূমিধসে সরকারি হিসাবে প্রাণ হারান ২৮০ জন। এখনও নিখোঁজ ১৩০ জন।
২০২৪ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলী এবং কেরলের ওয়েনাড দুই কেন্দ্র থেকেই লড়েছিলেন রাহুল। দুই কেন্দ্রেই জেতেন। তবে পরে ওয়েনাড ছেড়ে দেন। ২০১৯ সালে এই কেন্দ্র থেকেই জিতে লোকসভায় গিয়েছিলেন রাহুল। নিজের পুরনো কেন্দ্রের জন্য আর্থিক সাহায্যের কথা জানালেন তিনি।