‘বাংলাকে উন্নয়নের নতুন যুগে নিয়ে গিয়েছিলেন’, বুদ্ধ-জায়াকে চিঠি রাহুল গান্ধির

0
26

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ আগস্ট, নয়াদিল্লি:  বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন বুদ্ধজায়া মীরা ভট্টাচার্য। এই আবহে বুদ্ধবাবুর প্রয়াণে শোকপ্রকাশ করে তাঁর স্ত্রী মীরাকে চিঠি পাঠালেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি।

চিঠিতে রাহুল লিখেছেন, ‘‘ভারত এমন এক জন ব্যক্তিকে হারাল, যাঁর উচ্চাভিলাষী দূরদৃষ্টি পশ্চিমবঙ্গকে সুসংহত রূপ দিয়েছে।’’ রাহুল লিখেছেন, অতীততে পিছনে ফেলে গোঁড়ামি ভেঙে তিনি পশ্চিবঙ্গের রূপান্তর ঘটাতে উদ্যোগী হয়েছিলেন। তাঁর প্রত্যয় ও দূরদৃষ্টি পশ্চিমবঙ্গকে উন্নয়নের নতুন যুগে নিয়ে গিয়েছে।

সিপিএমের প্রতি বুদ্ধবাবুর অনবদ্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বুদ্ধবাবুর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও। তিনি বলেন, ‘বুদ্ধবাবুর সততা ছিল প্রশ্নাতীত। ওনার মতো মানুষ আগামীর রাজনীতিকদের দৃষ্টান্ত হবেন।’

বৃহস্পতিবার কলকাতা পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে প্রয়াত হন বুদ্ধদেব। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। বাম রাজনীতিতে উদারপন্থী বলে পরিচিত ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ২০১১ সালে বিধানসভা নির্বাচনে বামেদের পরাজয়ের পর রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যান বুদ্ধবাবু। নিজেকে গৃহবন্দি করে ফেলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here