বড় স্বস্তি, সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধি

142

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৭ অগাস্ট, নয়াদিল্লিঃ সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধি। শুক্রবারই সুপ্রিম কোর্টের তরফে তাঁর শাস্তি স্থগিত করা হয়েছিল। তার ৪৮ ঘণ্টা পরেই রাহুলকে তাঁর সাংসদ পদ ফিরিয়ে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। স্পিকারের সচিবালয় থেকে সোমবার সকালে ওই বিষয়ে নির্দেশ জারি করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার থেকেই মণিপুর ইস্যুতে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনা শুরু হবে সংসদে। সেই কর্মসূচিতে যোগ দিতে পারবেন রাহুল। প্রসঙ্গত, ‘মোদি পদবি’ মন্তব্য মামলায় রাহুল গান্ধিকে শাস্তি দিয়েছিল সুরাট আদালত। দু’ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণার পর খারিজ হয়ে যায় রাহুলের সাংসদ পদ। সরকারি বাসভবনও ছাড়তে হয় তাঁকে।

গুজরাটের নিম্ন আদালতের রায় বহাল রেখেছিল উচ্চ আদালতও। সুরাট আদালতের ২ বছরের কারাদণ্ডের রায়ে শুক্রবার স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মোদি পদবী মামলায় রাহুলের আর সংসদে ফিরতে কোনও বাধা ছিল না, শুধু অপেক্ষা ছিল লোকসভার স্পিকারের নির্দেশের।

রবিবারেই জানা গিয়েছিল, রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার জন্য কাগজপত্র প্রস্তুত, কেবল সই বাকি লোকসভার স্পিকারের। সোমবার সকালে লোকসভার স্পিকারের সচিবালয় থেকে নির্দেশিকা জারি করে রাহুলের প্রত্যাবর্তনের কথা জানিয়ে দেওয়া হল।

প্রায় চারমাস পর নিজের সাংসদ পদ ফিরে পেলেন তিনি। এর পরেই খুশির মেজাজ দেখা যায় কংগ্রেস শিবিরে। রাহুল গান্ধির বাসভবনের সামনে উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকরা। মিষ্টি বিলি করতে দেখা যায় খোদ মল্লিকার্জুন খাড়গেকে।