খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুন, কোচবিহার: দক্ষিণ ঘোগারকুঠি এলাকায় দীর্ঘদিন ধরেই জলমগ্ন রয়েছে রেলের আন্ডার পাস। ফলে চরম সমস্যায় স্হানীয় বাসিন্দারা। প্রতিবাদে শনিবার পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন তাঁরা।
স্হানীয়দের বক্তব্য, রেলের তরফ থেকে যখন আন্ডার পাস তৈরি করা হয় তখন ইচ্ছাকৃতভাবে তার ভেতর দিয়ে ড্রেন করা হয়েছে। ফলে বাইরের জল আন্ডার পাসে এসে ঢুকছে কিন্তু আন্ডার পাস থেকে জল বের করার কোনও ব্যবস্হা করা হয়নি। ফলে জল জমে সেখান দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে। বড় গাড়ি, অ্যাম্বুলেন্স রোগী নিয়ে আন্ডার পাস দিয়ে যেতে পারছে না। পড়ুয়াদেরও স্কুলে যেতে সমস্যা হচ্ছে।
প্রতিবাদে এদিন সকাল ৯ থেকেই শুরু হয় অবরোধ। খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। তবে রেলের তরফে আন্ডার পাস পরিদর্শন করে সমস্যা সমাধানের আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেই সাফ জানিয়েছেন বাসিন্দারা।