পর্ণ কাণ্ডে ফের শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার বাড়িতে ইডির হানা

76

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ নভেম্বর, মুম্বই: মাস খানেক আগেই অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। শিল্পা শেট্টির নামে থাকা বিলাসবহুল বান্দ্রার ফ্ল্যাটও হাতছাড়া হয়েছে। সেই আইনি জটের মাঝেই এবার পর্ন কাণ্ডে নতুন করে বিপাকে শিল্পার স্বামী রাজ কুন্দ্রা।

শুক্রবার সাতসকালে রাজ-শিল্পার বাড়িতে হানা দেয় ইডি। মুম্বই এবং উত্তরপ্রদেশের ১৫টি এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তদন্তকারীরা। বাদ যায়নি রাজ কুন্দ্রা-সহ সংশ্লিষ্ট মামলায় জড়িত বাকিদের বাসস্থানও। জানা গিয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট প্রোডাকশন ও ডিস্ট্রিবিউশন সংক্রান্ত মামলাতেই রাজ কুন্দ্রার বিরুদ্ধে তদন্ত।

আগেই পর্ন কাণ্ডে নাম জড়িয়েছিল শিল্পা শেট্টির স্বামীর। ২০২১ সালে মুম্বই পুলিশ রাজ কুন্দ্রাকে গ্রেফতারও করে। অভিযোগ, হটশটস নামক একটি অ্যাপে অশ্লীল ভিডিয়ো তৈরি ও বিক্রি করা হত। এই অ্যাপেরই মাথা ছিলেন রাজ কুন্দ্রা। বিষয়টি সামনে আসার পরই গুগল প্লে ও অ্যাপেল স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলা হয়।প্রসঙ্গত, আইপিএল বেটিং, নীলছবি মামলায় রাজ কুন্দ্রার নাম উঠেছিল আগেই। এবার ৬ হাজার ৬০০ কোটি টাকার বিটকয়েন পঞ্জি স্ক্যামের আর্থিক তছরুপ মামলাতেও নাম জড়িয়েছে রাজ কুন্দ্রার।

যার জেরে স্থাবর-অস্থাবর সব মিলিয়ে রাজ-শিল্পার প্রায় প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এর মধ্যে জুহুর বিলাসবহুল বাংলোও রয়েছে। যে বাংলো কিনা অভিনেত্রী শিল্পা শেট্টির নামে কেনা। সেই তালিকায় জুহুর পাশাপাশি তারকাদম্পতির পুণের বাংলোও রয়েছে। রাজ কুন্দ্রার নামে কিছু ইক্যুয়িটি শেয়ারও বাজেয়াপ্ত করেছে ইডি এর আগে।