দায়িত্ব পেয়েই সোজা রেজিস্ট্রারের ঘরে রাজন্যা, জানালেন ১০ দিনের মধ্যে সিসিটিভি লাগানোর দাবি

0
226

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ অগাস্ট, কলকাতাঃ সদ্যই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের নতুন ইউনিটের সভাপতি করা হয়েছে যাদবপুরের পড়ুয়া রাজন্যা হালদারকে। নয়া দায়িত্ব পাওয়ার পর শনিবার রেজিস্ট্রারের ঘরে ঢুকে গেলেন রাজন্যা। এদিন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর ঘরে ঢুকে যাদবপুরের বর্তমান পরিস্হিতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি।

অবিলম্বে সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবি জানিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। এদিন রেজিস্ট্রারের সঙ্গে বৈঠকে রাজন্যা বলেন, “সিসিটিভি লাগানো নিয়ে কারও আপত্তি শুনবেন না। আমরা তো কারও বেডরুমে সিসিটিভি বসানোর দাবি জানাচ্ছি না। এটা ছাত্র সমাজের সুরক্ষার স্বার্থেই করা জরুরি।”

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজন্যা বলেন, “যেকোনও মৃত্যুই দুঃখজনক। যাদবপুরের ঘটনা যাতে আর না ঘটে তা আমাদের নিশ্চিত করতে হবে। আমরা রেজিস্ট্রারকে বলেছি, ১০ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা লাগাতেই হবে।”

গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় এক ছাত্রের। প্রথম বর্ষের ওই পড়ুয়া মৃত্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনায় উঠে এসেছে র‌্যাগিংয়ের তত্ত্ব। ইতিমধ্যে এই ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here