কোচবিহার, ২৮ নভেম্বরঃ ঐতিহাসিক ২৮ অক্টোবর রাজবংশী ভাষা দিবস পালিত হল কোচবিহারে। এদিন কোচবিহার সাগরদীঘি সংলগ্ন জেলাশাসকের করণের পাশে উৎসব অডিটোরিয়াম ওই রাজবংশী ভাষা দিবস পালিত হয়। যদিও এই ভাষা দিবস পালিত হয় ২৮ অক্টোবর। কিন্তু সেদিন নির্বাচনী বিধিনিষেধ থাকার কারনে ভাষা দিবস পালন করা হয়নি। দীর্ঘ একমাস পর আজ সরকারী ভাবে কোচবিহার উৎসব অডিটোরিয়ামে করা হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মণ, কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, কোচবিহার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, গিরিন্দ্রনাথ বর্মণ সহ আরও অনেকে। এদিন সেখানে রাজবংশী ভাষায় লেখা ভোগা নামে একটি বইয়ের উন্মোচন করেন। এর পাশাপাশি রাজবংশী ভাষার লেখকদের মধ্যে একজনকে সম্মান জানানোর হয়।
রাজবংশী ভাষা অ্যাকাডেমি সূত্রের খবর, ২০১০ সালের ২৮ অক্টোবর রাজবংশী ভাষার লেখক গিরিজাশঙ্কর রায়কে সাহিত্য অ্যাকাডেমি পুরষ্কার দেওয়া হয়। সে জন্য ওই দিনটিকে ভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় রাজবংশী ভাষা অ্যাকাডেমি। তারপর থেকে এই দিনে অ্যাকাডেমির তরফ থেকে রাজবংশী ভাষার লেখকদেরও সম্মান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ওইদিনে রাজবংশী ভাষার সাহিত্য নিয়ে সেখানে আলোচনা সভাও হয়। সেই অনুযায়ী এবার রাজবংশী ভাষা দিবসের উৎযাপন করা হয়। সেখানে কবিতা, আবৃতি, নাচ, গান হয়। এবার ওই ভাষা দিবস উপলক্ষ্যে ময়নাগুড়ি থেকে আসা রাজবংশী ভাষায় লেখালেখি করেন লেখক দীনেশ রায়কে রাজবংশী ভাষা সম্মান দেওয়া হয়। তার হাতে কিছু সাম্মানিক তুলে দেওয়া হয় বলে জানান বংশীবদন বর্মণ।