খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুন, কলকাতা: পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই ফের নির্বাচন বাংলায়। রাজ্য সভার সাত আসনে জুলাই মাসের ২৪ তারিখে ভোটগ্রহণ। গোয়ার ১ ও গুজরাটের ৩ রাজ্যসভা আসনেও ভোট হবে। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন।
জুলাই মাসে বাংলা থেকে রাজ্যসভার ৬ আসন ফাঁকা হচ্ছে। এর মধ্যে রয়েছে ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, প্রদীপ ভট্টাচার্য, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী এবং সুখেন্দুশেখর রায়ের আসন। এদিকে গোয়ার লুইজিনহো ফেলেইরো পদত্যাগ করায় তাঁর আসনটিও ফাঁকা রয়েছে। সেই আসনটিতেও হবে উপনির্বাচন।
তৃণমূল সূত্রে খবর, অধিকাংশ আসনেই পুরনোদেরই মনোনীত করা হবে। তবে একটি আসনে হয়তো মুখ বদলাতে পারে বলেও অসমর্থিত সূত্রের খবর। সেক্ষেত্রে নতুন মুখ কে হবে তা অবশ্য পঞ্চায়েত ভোটের পরই সিদ্ধান্ত নেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।