খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুলাই, তুফানগঞ্জ: বিজেপি শাসিত মণিপুর ও তৃণমূল শাসিত বাংলায় নারীদের প্রতি নির্যাতন ও নগ্নতা ঢাকবে কিসে? এমনই এক স্লোগান কে সামনে রেখে তুফানগঞ্জে মিছিল বের করল বামপন্থী সংগঠন সমূহ।
মঙ্গলবার বিকালে বামপন্থী সংগঠন সমূহের মিছিলটি তুফানগঞ্জ শহরের ৩ নং ওয়ার্ডের মুজফ্ফর আহমেদ ভবন থেকে শুরু হয়ে তুফানগঞ্জ শহরের ধরের মোড়, বাসস্ট্যান্ড, আদি কালীবাড়ি রোড হয়ে রানীরহাট বাজার পরিক্রমা করে ইলাদেবী স্কুল মোড় হয়ে বাজার মোড়ের সিপিআইএমের তুফানগঞ্জ যৌথ এরিয়া কমিটির কার্যালয়ের সামনে শেষ হয়। মিছিল শেষে একটি প্রতীকী পথসভাও অনুষ্ঠিত হয়।
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা মণ্ডলীর সদস্য রমিচা ভূঁইয়া বিবি বলেন, “তৃণমূল আশ্রিত বাংলায় একের পর এক মহিলা নির্যাতনের শিকার হচ্ছেন। একই অবস্থা বিজেপি শাসিত মণিপুরের। সেখানেও মহিলারা নির্যাতনের শিকার হচ্ছেন দিনের পর দিন। থানায় গেলে ঠিকমতো মামলা নিচ্ছে না পুলিশ। আমরা এ ধরনের অবস্থার পরিবর্তন চাই। নতুবা আমরা আন্দোলন চালিয়ে যাবো।”
এদিনের মিছিলে নেতৃত্ব দেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির তুফানগঞ্জ মহকুমা সম্পাদক জুরান সাহা, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তুফানগঞ্জ জোনাল সম্পাদক কনোজ বর্মা, সিপিআইএমের জেলা সম্পাদক মণ্ডলীর সাদস্য পূর্ণেশ্বর অধিকারী, জেলা কমিটির সাদস্য অসীম সাহা, সিপিআইএমের তুফানগঞ্জ পূর্ব এরিয়া কমিটির সম্পাদক রঞ্জন দে সহ অন্যান্যরা।