খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ জুলাই, গোসানীমারী:
ভারতবর্ষের আপসহীন ধারার বিপ্লবী, সর্বহারার মহান নেতা, SUCI (C) দলের প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষের জন্ম শতবর্ষের সমাপনী সমাবেশ ব্রিগেডে প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। ব্রিগেড সমাবেশকে সফল করার লক্ষ্যে রবিবার গোসানীমারীতে কর্মীসভা ও বাজার এলাকাজুড়ে মিছিল সংগঠিত হয়।
গোসানীমারী লোকাল কমিটির কার্যালয় থেকে মিছিল শুরু করে বিভিন্ন এলাকা পরিক্রমা দলের কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা অল ইন্ডিয়া কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড শংকর ঘোষ, পার্টি’র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা কোচবিহার জেলা কমিটির সম্পাদক কমরেড শিশির সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য কমরেড অসিত দে, জেলা কমিটির সদস্য, তথা গোসানীমারী লোকাল কমিটির সম্পাদক কমরেড পুলিন রায় সহ অন্যান্যরা।
জেলা সম্পাদক শিশির সরকার বলেন, “মহান মার্কসবাদী দার্শনিক ও চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের জন্মশতবর্ষ এবছর। গত ৫ অগাস্ট, ২০২২ থেকে নানান কর্মসূচির মধ্য দিয়ে কমরেড শিবদাস ঘোষের আদর্শকে জনমানসে তুলে ধরা হয়। আগামী ৫ অগাস্ট কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। এই সমাবেশে অসংখ্য মানুষ উপস্থিত হয়ে ব্রিগেড ভরিয়ে তুলবে, সেই লক্ষ্যে আমরা কোচবিহার জেলা থেকে একটি সম্পূর্ণ ট্রেন রিজার্ভ করেছি। ব্রিগেড সমাবেশে অংশ নেওয়ার জন্য কোচবিহার জেলার শুভবুদ্ধিসম্পন্ন মানুষজনকে আহ্বান জানাই।”