খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুলাই, কোচবিহার: মণিপুরের জাতিগত দাঙ্গা, মালদাতে নির্যাতিত আদিবাসী মহিলা এবং কোচবিহারের খাপাইডাঙ্গাতে নবম শ্রেনীর ছাত্রীকে গণধর্ষণের বিরুদ্ধে দিনহাটায় ধিক্কার মিছিল করল বামপন্হী সংগঠনগুলি। মঙ্গলবার দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবনের সামনে থেকে এই মিছিল শুরু হয়।
এস এফ আই, ডি ওয়াই এফ আই, সি আই টি ইউ, কৃষক সভা সহ বিভিন্ন গণসংগঠনের ডাকা এই মিছিলে নেতৃত্ব দেন ডি ওয়াই এফ আই জেলা নেতা শুভ্রালোক দাস, উজ্জ্বল গুহ, সি আই টি ইউ নেতা প্রবীর পাল, কৃষক সভার জেলা নেতা তারাপদ বর্মন, মহিলা নেত্রী সুজাতা চক্রবর্তী প্রমুখ।
এই মিছিলের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, “গত তিন মাস ধরে জাতি দাঙ্গায় উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। অথচ কেন্দ্রীয় সরকার এই দাঙ্গা থামাতে ব্যর্থ। এর বিরুদ্ধে গোটা দেশের মানুষ সোচ্চার হয়ে উঠেছে।”
পাশাপাশি তাঁরা বলেন, “মালদাতে যেভাবে দুজন আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে, উল্টো পুলিশ তাদের গ্রেপ্তার করেছে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এখানেই শেষ নয়, কোচবিহারের খাপাইডাঙ্গাতে এক ছাত্রীকে গণধর্ষণের যে ঘটনা ঘটেছে এতে রাজ্যে আইন-শৃঙ্খলা চরম অবন্নতির নজির সৃষ্টি করেছে। ” দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবনের সামন থেকে মিছিলটি বের হয়। মিছিল সারা শহর পরিক্রমা করে।