চিকেন থালিতে ইঁদুরের মাংস! কাঠগড়ায় মুম্বইয়ে নামী রেস্তোরাঁ

28

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ অগাস্ট, মুম্বইঃ মুম্বইয়ের নামী রেস্তোরাঁয় চিকেন থালিতে মিলল ইঁদুরের মাংস!‌ অনুরাগ সিং নামে এক যুবকের অভিযোগের ভিত্তিতে ওই রেস্তোরাঁর ম্যানেজার সহ দুই রাঁধুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রার পালি হিলের একটি রেস্তরাঁয় বন্ধুকে নিয়ে খেতে গিয়েছিলেন অনুরাগ। চিকেন ও মাটন থালির সঙ্গে পাউরুটির অর্ডার দিয়েছিলেন তিনি। খাওয়া শুরু করতেই কিছুটা মাংস ভিন্ন স্বাদের লাগে তাঁদের। ভাল করে লক্ষ্য করতেই দেখেন সেটি আসলে ইঁদুরের মাংস। বিষয়টি বুঝতে পেরেই ক্ষেপে লাল হয়ে যান অনুরাগ ও তাঁর বন্ধুরা।

তৎক্ষণাৎ রেস্তরাঁ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান অনুরাগ এবং তাঁর বন্ধু। যদিও রেস্তরাঁর ম্যানেজের তাতে আমল দেননি। এর পরেই বান্দ্রা পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ জানান অনুরাগ। যার ভিত্তিতে রেস্তরাঁ ম্যানেজার ভিভিয়ান অ্যালবার্ট শিভারকার সহ দুই রাঁধুনির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।