খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ জুলাই, মালদা: দুই দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন মালদহ শহরের রথবাড়ি সাবওয়ে। জল জমে প্রায় পুকুরের আকার ধারণ করেছে। এমন অবস্থায় চলাচলের অযোগ্য শহরের একমাত্র সাবওয়ে। বাধ্য হয়ে সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সকাল থেকে পারাপার করছেন রেললাইন। সঙ্গে চলছে ট্রেন।
রেলের তরফে সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য মালদা শহরের রথবাড়িতে তৈরি করা হয়েছে সাবওয়ে। কিন্তু নিকাশি ব্যবস্থা ভালো না থাকায় সামান্য বৃষ্টিতেই প্রায় জলের তলায় চলে গেল সাবওয়ের রাস্তা। প্রচুর জল জমে থাকায় সকাল থেকে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রথবাড়ি সাবওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে চলাচলের জন্য। রাস্তা বন্ধ হয়ে পড়ায় চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। তাঁদের অভিযোগ, সাবওয়ে তৈরি করা হলেও সঠিকভাবে জলনিকাশের ব্যবস্থা তৈরি করা হয়নি। এমনকি সাবওয়ের পাশে রয়েছে হাইড্রেন। সেই ড্রেনের থেকে সাবওয়ের রাস্তা অনেকটাই নিচু যার ফলে জল বাইরে বেরোতে পারছে না। রেলের কাজের গাফিলতি অভিযোগ তুলছেন সাধারণ মানুষ। দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন তাঁরা।