ব্যর্থ টপ অর্ডার, অশ্বিন-জাদেজার যুগলবন্দিতে প্রথম টেস্টে ঘুরে দাঁড়াল ভারত

118

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ সেপ্টেম্বর, কলকাতা: রবিচন্দ্রন অশ্বিন (১০২)-এর অপরাজিত শতরান ও রবীন্দ্র জাদেজার অপরাজিত ৮৬ রানের সুবাদে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে ৬ উইকেটে ৩৩৯ রানের ইনিংস খাড়া করল ভারত। তবে চেন্নাইয়ে শুরুটা ভালো হয়নি ভারতের। এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

হাসান মাহমুদের বোলিংয়ে মুখ থুবড়ে পড়ে ভারতের টপ অর্ডার। অধিনায়ক রোহিত (৬), শুভমান গিল (০) ও বিরাট কোহলি (৬) রান পাননি। কেএল রাহুলও দ্রুত আউট হয়ে যান। এরপর দলের হাল ধরেন যশস্বী জয়সওয়াল (৫৬) ও ঋষভ পন্থ (৩৯)। তাঁরা প্রাথমিক ধাক্কা সামলে দলকে  ম্যাচে ফেরান।

২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে শেষ বার টেস্ট খেলেছিলেন পন্থ। তার পরেই গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ক্রিকেটের বাইরে চলে গিয়েছিলেন। টেস্টে পন্থের প্রত্যাবর্তন হল আবার সেই বাংলাদেশের বিরুদ্ধেই। কিন্তু শুরুটা ভাল করেও বড় রান করতে পারলেন না তিনি।

এক সময় ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারতীয় দল। আদৌ ২০০ রানের গণ্ডি টপকাতে পারবেন কিনা, সেই প্রশ্নও উঠে গিয়েছিল। সেখান থেকে যে ৩৩৯ রান হয়ে গেল তাঁর নেপথ্যে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা জুটি। হাসান মাহমুদের বোলিংয়ে যেখানে সমস্যা পড়েন গিল, রোহিত, কোহলিরা, সেখানে অশ্বিন ও জাদেজা সহজেই তাঁকে সামলান।

অশ্বিন তাঁর ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি করতে মাত্র ১০৮ বল খেলেছেন। তাঁর ও জাদেজার ১৯৫ রানের জুটি ভারতের রান সাড়ে তিনশোর কাছাকাছি পৌঁছে দেয়। টেস্টে নতুন রেকর্ড রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার। বাংলাদেশের বিরুদ্ধে সপ্তম উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়লেন ভারতের স্পিন জুটি।

ভাঙলেন শচীন তেন্ডুলকর-জাহির খানের রেকর্ড।  এছাড়াও আরও একটি রেকর্ড গড়ল অশ্বিন-জাদেজা জুটি। টেস্টে চেন্নাইয়ে প্রথমবার সপ্তম উইকেটে ১৫০ রানের বেশি যোগ করলেন তাঁরা। অন্যদিকে, দিনের শুরুতে দুর্দান্ত বোলিং করলেও শেষ পর্যন্ত দিশেহারা পারফরম্যান্স বাংলাদেশ বোলিং লাইন আপের। তবে তাদের হাসান মাহমুদ এদিন ভালো বোলিং করেছেন। চার উইকেট নেন তিনি।