খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ জুলাই, দিনহাটাঃ রাজ্যের ৬৯৬ বুথে সোমবার পুনর্নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী দার্জিলিং, কালিম্পং এবং ঝাড়গ্রাম ছাড়া রাজ্যের বাকি ১৯টি জেলার ৬৯৬টি বুথে ভোট গ্রহণ হবে। কোচবিহার জেলার মোট ৫৩ টি বুথে পুনরায় নির্বাচন হবে। তার মধ্যে রয়েছে দিনহাটা ১নং ব্লকের ১৭টি বুথ।
৮ই জুলাই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি হয়। ভোটলুট থেকে শুরু করে ব্যালট বাক্স উধাও, ব্যালট পেপার ছিনতাই থেকে ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়ার ঘটনা উঠে এসেছে। কোথাও আবার বোমাবাজি, গোলাগুলির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে কোচবিহার জেলার দিনহাটা এক নং ব্লকের ১৭টি বুথে ভোট গ্রহণ বন্ধ হয়। এই ১৭টি বুথে পুনরায় ভোটগ্রহণ হবে সোমবার।
জেনে নিন দিনহাটা ১নং ব্লকের কোন কোন বুথে পুনরায় ভোট?
গোসানামারি ২-এর ৬/৯৭ নং বুথে
মাতালহাটের ৬/১৩০, ৬/১৩১, ৬/১৩২, ৬/১৪২
পুটিমারি ২-এর ৬/১৬৪
পেটলার ৬/১৮০, ৬/১৮১
বড় আটিয়াবাড়ী ৬/২২২
ওকড়াবাড়ীর ৬/২৬২, ৬/২৬৮
গিতালদহ ২-এর ৬/২৮০
গিতালদহ ১-এর ৬/২৮৪
দিনহাটা ভিলেজ ১-এর ৭/২৬২, ৭/২৬৩
দিনহাটা ভিলেজ ২-এর ৭/২৭৫, ৭/২৭৬