খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ জুলাই, মালদাঃ মালদার রতুয়া ২ নং ব্লকের মহানন্দা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ৬৯ বুথে এখনো পর্যন্ত পুনর্নির্বাচন প্রক্রিয়া শুরু হয়নি। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচী অনুযায়ী সকাল সাতটা থেকে ভোটারদের লাইন। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের বিশেষ দল রয়েছে। তবে গত শনিবারের নির্বাচনে এই বুথে ব্যালট বাক্স লুট, ছাপ্পা ভোট ইত্যাদি সহ গণ্ডগোল হয়, যার দরুন এখনো পর্যন্ত বুথের মধ্যে পড়ে রয়েছে ছেঁড়া ব্যালট পেপার।
দেড় ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও এখনো পর্যন্ত পুনর্নির্বাচন শুরু হল না । ভোটাররা সকাল পাঁচটা কেউবা ছটা থেকে লাইনে দাঁড়িয়ে তবুও চালু করতে পারেনি নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোট প্রক্রিয়া। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভোটারদের একাংশ।