খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ জুলাই, তুফানগঞ্জঃ তুফানগঞ্জ ১ নং ব্লকের বলরামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের ৮/১২৬,৮/১২৭ ও ৮/১৩১ এবং দেওচরাই গ্রাম পঞ্চায়েতের ৮/১৬০ ও ৮/১৬১ নং বুথের পুনর্নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে এদিন সকাল থেকেই বেশ ব্যস্ত ছিল পুলিশ প্রশাসন। সোমবার সকালে বৃষ্টির মধ্যে ভোট প্রক্রিয়া শুরু হয়। এদিনের ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে করতে বুথের চারপাশে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ান ছাড়াও প্রচুর রাজ্য পুলিশ মোতায়েন ছিল।
বুথ কেন্দ্রের আশেপাশে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা কোনো জমায়েত করতে দেননি। তুফানগঞ্জের মহকুমা পুলিশ আধিকারিক জ্যাম ইয়ং জিম্বা বলেন, “ভোট সুষ্ঠভাবে পরিচালনা করতে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ান ছাড়া রাজ্য পুলিশ পর্যাপ্ত রয়েছে। কোথাও কোনো ধরনের জমায়েত করতে দেওয়া হচ্ছে না। পুলিশ টহলদারি করছে। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”