খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ জুলাই, মালদা: কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় সোমবার সকাল ৭ টা থেকে মালদার বামনগোলা ব্লকের সাদুলীপাড়া প্রাথমিক বিদ্যালয় ৪৮ নাম্বার বুথে শুরু হল পুনর্নির্বাচন। গত আট তারিখে ভোটকেন্দ্রে ঝামেলা সৃষ্টি হয় তাই এদিন সকালে দেখা মেলেনি ভোটারদের।
অবশেষে বামনগোলা থানার পুলিশ প্রশাসন কেন্দ্র বাহিনীকে সাথে নিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে রুট মার্চের মধ্যে দিয়ে ভোটারদের ভোটদানের জন্য আবেদন করেন। গ্রামবাসীদের আশ্বস্ত করা হয় তাদের পাশে রয়েছে প্রশাসন। ভোট দানে কোনও সমস্যা হবে না। তাদের জন্য প্রশাসনের তরফ থেকে গাড়ি ব্যবস্থা করা হয়। বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নিরাপত্তা রয়েছে। এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।