খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৪ জানুয়ারি, নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ১-৩ ব্যবধানে হারার পর একাধিক বদলের পরিকল্পনা করেছে বিসিসিআই। আর সব ঠিকঠাক চললে, এবার থেকে মাঠের পারফরম্যান্স অনুযায়ী বেতন পাবেন ক্রিকেটাররা। যে ক্রিকেটার যেমন খেলছেন, তিনি তেমন টাকা পাবেন। অর্থাৎ, অস্ট্রেলিয়া সিরিজ়ে ৩১ রান করা রোহিত কম টাকা পাবেন যশস্বী জয়সওয়ালের থেকে। একটি সর্বভারতীয় সংবাদপত্র সূত্রে তেমনটাই খবর।
ক্রিকেটারদের এখন থেকে আরও ‘দায়িত্ববান’ হতে হবে। আর যদি সেই ‘দায়িত্বপালনে’ ব্যর্থ হন, তাহলে বেতন কাটা হতে পারে। ‘কর্পোরেট’ ধাঁচের মতো করে ক্রিকেটারদের বার্ষিক বেতন নির্ধারিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-৩ ব্যবধানে টেস্ট সিরিজ়ে হারের পর অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে বৈঠক করেন বোর্ডের কর্তারা। সেখানেই খেলতে না পারলে কম টাকা দেওয়ার প্রসঙ্গ উঠেছে।
যে ভাবে বেসরকারি সংস্থায় কর্মীদের বেতন বৃদ্ধি হয় তাঁদের কাজের নিরিখে, ভারতীয় বোর্ড তেমনই করার কথা ভাবছে। ভারতীয় ক্রিকেট দলে ক্রিকেটাররা অনেকটা সরকারি চাকরির মতোই এতদিন থাকতেন। কোনও কিছুতেই খুব একটা বেতনে কোপ পড়ত না। কিন্তু এবার শোনা যাচ্ছে, পারফরমেন্সের ভিত্তিতেই নাকি প্লেয়ারদের বেতন নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে বিরাট কোহলি- রোহিত শর্মারাও ছাড়া পাবেন না বলেই মনে করছে অনেকে। অর্থাৎ তাঁদের বেতনেও কোপ পড়তে পারে।
প্রসঙ্গত ২০২৪ সালে বিসিসিআই থেকে ‘ইনসেন্টিভ’ প্রথা চালু করা হয়েছিল। ২০২২-২৩ থেকে যে ক্রিকেটাররা টেস্টের প্রথম একাদশে ৫০ শতাংশের বেশি ম্যাচ থাকতেন, তাঁদের ম্যাচপিছু অতিরিক্ত ৩০ লক্ষ টাকা দেওয়া হত। আবার প্রথম একাদশে টেস্টের প্রথম একাদশে ৭৫ শতাংশের বেশি ম্যাচ থাকলে পেতেন অতিরিক্ত ৪৫ লক্ষ টাকা। টেস্ট ক্রিকেটের উন্নতির জন্য বোর্ড ৪০ কোটি টাকা খরচ করবে বলে ঠিক করেছিল। সেখান থেকেই ক্রিকেটারদের ওই টাকা দেওয়ার কথা ভাবা হয়েছিল। পর পর খারাপ পারফরম্যান্সের পর এ বার টাকা কেটে নেওয়ার কথাও ভাবছে বোর্ড।