খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ জুলাই, কলকাতা: অনলাইনে হোটেল বুকিং করতে গিয়ে প্রতারিত হলেন বারাসতের বাসিন্দা। অ্যাকাউন্ট থেকে গায়েব হল ৩৩হাজার ৭০০ টাকা। প্রতারিত পার্থ রায় চৌধুরী এবিষয়ে বারাসত সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা গিয়েছে, আগামী ২৬ আগস্ট স্ত্রীকে নিয়ে পুরী যাওয়ার কথা পার্থবাবুর। সেই কারণে হোটেল বুকিংয়ের জন্য গুগল সার্চ করে নম্বর বের করেন। রবিবার সন্ধেয় সেই নম্বরে ফোন করলে বলা হয় তিন দিনের জন্য হোটেল ভাড়া একসঙ্গে দিয়ে দিতে হবে। অনলাইনে ৫ হাজার ১০০ টাকা দিয়ে দেন তিনি। এর কিছুক্ষণ পর ফের ফোন করে অন্য অ্যাকাউন্টে ফের হোটেল ভাড়ার টাকা পাঠাতে বলা হয়। একইসঙ্গে তাকে জানানো হয় প্রথমে যে টাকা পাঠানো হয়েছিল সেটা ফেরত দেওয়া হবে। ফের অনলাইনে ৫ হাজার ১০০ টাকা পাঠান তাঁরা। এরপর বুকিং হয়েছে জানিয়ে তাঁদের আধার নম্বরও নেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই পার্থবাবুর অ্যাকাউন্ট থেকে ২৩হাজার ৫০০ টাকা কেটে নেওয়ার মেসেজ আসে। প্রথমে যে টাকা পাঠিয়েছিল সেই টাকাও ফেরত দেওয়া হয় না। এরপরই তারা বুঝতে পারেন সবমিলিয়ে তাদের ৩৩হাজার ৭০০টাকা খোয়া জেছে। এ বিষয়ে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।