রাষ্ট্রপতি পুরস্কার পেলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী বিশ্বজিৎ রায়

41

মাথাভাঙ্গা, ১ ফেব্রুয়ারিঃ চাকরি জীবনের শেষ সময়ে অর্থাৎ ২০২৩ সালে ঘোষণা হয়েছিল রাষ্ট্রপতি পুরস্কার পাবেন। অবশেষে চাকরি জীবন শেষ হবার পর ২০২৫ সালে হাতে পেলেন রাষ্ট্রপতি পুরস্কারের স্মারকপত্র। এদিকে রাষ্ট্রপতি পুরস্কারে পুরস্কৃত হয়ে বিজয় খুশি পরিবারের সদস্যদের পাশাপাশি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী বিশ্বজিৎ রায়। তিনি মাথাভাঙ্গা শহরের শনি মন্দির মোড় এলাকার বাসিন্দা। ১৯৮৪ সালে বালুরঘাটে চাকরি জীবন শুরু এবং চাকরি জীবন শেষ হয় ৩১ আগস্ট ২০২৪। গতকাল ইসলামপুর জেলা পুলিশ সুপারের হাত দিয়ে তিনি এই স্মারকপত্রটি গ্রহণ করেন।

এদিন বিশ্বজিৎ বাবু জানান, ১৯৮৪ সালে চাকরি জীবনে প্রবেশ করেন। নিট অ্যান্ড ক্লিন সার্ভিস সেই সাথে উত্তর দিনাজপুর জেলার কানকিতে দুটো ডাকাত মেরেছিলেন তিনি এবং বালুরঘাট বাজারে ফায়ার রিকোভারি করেছিলেন তার উপরই এই পুরস্কার বলে জানান তিনি।