কেন শুধু জরুরি পরিষেবা? জুনিয়র ডাক্তারদের সমস্ত ক্ষেত্রে কাজে ফেরার নির্দেশ প্রধান বিচারপতির

65

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ সেপ্টেম্বর, নয়াদিল্লি: আরজি কর কাণ্ড নিয়ে সোমবার শুনানি হয় সুপ্রিমকোর্টে। শুনানির সময় রাজ্যের তরফে জানানো হয় জুনিয়র ডাক্তাররা শুধুমাত্র জরুরি পরিষেবা দিচ্ছেন। বহির্বিভাগ ও অন্য ক্ষেত্রে পরিষেবা দিচ্ছেন না তাঁরা। একথা শুনে কার্যত বিরক্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

সরকারি হাসপাতালে বহির্বিভাগ-সহ সমস্ত ক্ষেত্রে চিকিৎসকদের কাজে ফিরতে হবে বলে সাফ জানিয়েও দেন তিনি। সুপ্রিম কোর্টের শুনানিতে সম্প্রতি সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক নিগ্রহের প্রসঙ্গ ওঠে। রাজ্যের আইনজীবী দাবি করেন, বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে সেখানে।

তবে সেই দাবি উড়িয়ে দেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং। প্রধান বিচারপতির প্রশ্নের জবাবে তিনি বলেন, “জুনিয়র ডাক্তাররা জরুরি পরিষেবা দিতে শুরু করেছেন।” প্রধান বিচারপতি এর পর প্রশ্ন করেন, “চিকিৎসকরা কি ওপিডি (আউট পেশেন্ট ডিপার্টমেন্ট) এবং আইপিডিতে (ইন পেশেন্ট ডিপার্টমেন্ট) যোগ দিয়েছেন?” আইনজীবী জয়সিং ফের উত্তর দেন, আন্দোলনকারী চিকিৎসকরা জরুরি পরিষেবায় যোগ দিয়েছেন।

ফের প্রধান বিচারপতি স্পষ্ট করে বলেন,“আমি ওপিডি এবং আইপিডি সার্ভিসের কথা বলছি।” পাল্টা ইন্দিরা জানান, প্রয়োজনীয় পরিষেবা মধ্যে বহির্বিভাগের পরিষেবা পড়ে না। তখন প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, ডাক্তারদের ওপিডি এবং আইপিডি সার্ভিসে যোগ দিতেই হবে। প্রধান বিচারপতির মন্তব্য প্রসঙ্গে জুনিয়র ডাক্তারদের তরফে অনিকেত মাহাতো বলেন, “আগে আদালতের নির্দেশের প্রতিলিপি হাতে পাই। তার পর নিজেদের মধ্যে আলোচনা করে জানাব।”