নির্যাতিতার চোখে আঘাত কীভাবে? ঘুমন্ত অবস্হায় চশমা কেন? আরজি কর মামলায় প্রশ্ন প্রধান বিচারপতির

115

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ সেপ্টেম্বর, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে আজ ছিল আরজি কর মামলার শুনানি। এদিন দুপুরে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার চতুর্থ শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ ফের ওই ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন।

শুনানিতে ৪২টি পক্ষের ২০০-র বেশি আইনজীবী অংশ নেন। শুনানিতে দ্বিতীয় স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। নির্যাতিতার চোখে গুরুতর আঘাত লেগেছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। তা দেখে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন তোলেন, ঘুমন্ত অবস্থায় কীভাবে এটি হল? যদিও সলিসিটর জেনারেল উত্তরে জানান, চশমা না খুলে ঘুমোনোর জন্য এটি হয়েছে।

বিচারপতির আরও প্রশ্ন, ঘুমন্ত অবস্থায় সাধারণত কেউ চশমা পরেন না, তাহলে ঘুমন্ত অবস্থায় চিকিৎসকের চোখে চশমা ছিল কেন? একজন যখন ঘুমিয়ে ছিলেন, তখন তাঁকে চশমা পরা অবস্থায় কী করে পাওয়া যেতে পারে? ঘুমিয়ে থাকা অবস্থায় এটা কীভাবে সম্ভব? প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

এদিন রিপোর্ট দেখার পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘সিবিআই তদন্তে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তাই তারা তদন্ত চালিয়ে নিয়ে যাক।’নবরাত্রি এবং দশেরার ছুটির পর প্রথম সোমবার হবে পরবর্তী শুনানি।