ভাই দোষী সাব্যস্ত হতেই নির্যাতিতার পরিবারের কাছে ক্ষমা চাইলেন সঞ্জয়ের দিদি, বললেন…

489

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৮ জানুয়ারি, কলকাতা: আরজি কর মামলায় শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রায়। সকাল থেকেই আরজি কর কাণ্ডের রায় কী হয় সেদিকে তাকিয়ে ছিল গোটা দেশ। আদালত যখন সঞ্জয়কে দোষী সাব্যস্ত করল তখন তার পরিবারের কী প্রতিক্রিয়া? শনিবার ভাইকে দোষী সাব্যস্ত হতে দেখে আর চোখের জল ধরে রাখতে পারেননি সঞ্জয়ের দিদি।

তবে তিনি এও উপলব্ধি করেছেন, একজন নারীর উপর কতটা নৃশংস অত্যাচার হয়েছে আর জি হাসপাতালে। আর তাই ভাইয়ের অপরাধের মার্জনা চেয়েছেন দিদি। তাঁর কথায়, ”আমার কিছু বলার নেই। আইনের মনে হয়েছে, ও দোষী। শাস্তি দিয়েছে। দোষ করলে তো শাস্তি পাবেই”।  আর নির্যাতিতার পরিবারের উদ্দেশে তিনি বললেন, “ওঁদের কাছে ক্ষমা চাইছি।”

গত বছরের ৯ আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয়েছিল হাসপাতালেরই তরুণী চিকিৎসককে। শনিবার সেই মামলায় রায় ঘোষণা করল শিয়ালদহ আদালত। আরজি কর-কাণ্ডে একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয়ের নাম করেছিল সিবিআই।

ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ), ৬৬ (ধর্ষণের পর মৃত্যু) এবং ১০৩ (১) (খুন) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে। সিভিক ভলেন্টিয়ারের ১০ বছর বা ২৫ বছরের জেল , আমৃত্যু কারাবাস এমনকী মৃত্যুদণ্ড হতে পারে। রায় শুনে চোখে জল নির্যাতিতার বাবার।  তিনি বিচারকের উদ্দেশে বলেন, ‘‘আপনার উপর যে আস্থা ছিল, তার পূর্ণ মর্যাদা দিয়েছেন।’’  বিচারক দাস প্রত্যুত্তরে বলেন, ‘‘সোমবার আসুন।’’