পাঁচ মাস পর আজ আরজি কর মামলার রায় ঘোষণা, তাকিয়ে গোটা দেশ

56

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৮ জানুয়ারি, কলকাতা: ২০২৪ সালের ৯ অগাস্ট আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য তথা দেশ। সেই ঘটনার ৫ মাস পরে আজ, শনিবার ওই মামলার রায় ঘোষণা করবে আদালত। এই ঘটনায় মূল অভিযুক্ত কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। আজ কী রায় দেন বিচারক, সেদিকে তাকিয়ে গোটা দেশ।

শনিবার দুপুরে রায়দানের আগে কিংবা পরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই বাড়ল আদালত চত্বরের নিরাপত্তা। গার্ডরেলে মুড়ে ফেলা হয়েছে গোটা আদালত চত্বর। ২০০ কনস্টেবল, ৩ জন ডিসি পদমর্যাদার আধিকারিক মোতায়েন করা হয়েছে। সঞ্জয়কে যে পথে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে আদালতে আনা হবে, ওই রাস্তায় নিরাপত্তাতেও বিশেষ নজর দেওয়া হয়েছে।

রায়দান রুদ্ধদ্বার কক্ষে হবে না। কিন্তু অযাচিত কোনও ব্যক্তি যাতে আদালত কক্ষে প্রবেশ না করতে পারে, তার জন্য পুলিশ কড়া ব্যবস্থা নিচ্ছে। গত বছরের ৯ আগস্ট আর জি করের চারতলায় সেমিনার রুম থেকে উদ্ধার হয় নির্যাতিতা তরুণী চিকিৎসকের দেহ। তাঁকে ধর্ষণ ও খুনের অভিযোগে পরের দিন, ১০ আগস্ট কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়।

হাই কোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার গ্রহণ করে। ৬০ দিনের মধ্যেই গত ৯ জানুয়ারি শেষ হয় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচারপর্ব। সেদিনই শিয়ালদহে এডিজে (১) আদালতের বিচারক অনির্বাণ দাস ঘোষণা করেন, ১৮ জানুয়ারি মামলার রায়দান করবেন। আদালত সূত্রে খবর, সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শনিবারই সাজা ঘোষণার দিন জানানো হতে পারে।

শনিবার দুপুর আড়াইটে নাগাদ শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাস বসবে। সেখানেই আরজি কর মামলার রায় ঘোষণা হওয়ার কথা। এই ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত বলে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। তাঁর সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে তদন্তকারী সংস্থার তরফে। তবে নির্যাতিতার পরিবারের দাবি, এই ঘটনা এক জনের পক্ষে সম্ভব নয়। আরও কেউ এর সঙ্গে জড়িত। নির্যাতিতার বাবা শুক্রবার বলেন, ‘রায় বা সাজা ঘোষণা হলেই স্বস্তি হবে, তা নয়। এই যুদ্ধের শেষ পরিণতি দেখে ছাড়বো। এই ঘটনায় যুক্ত সকলের শাস্তি হলে তবেই মেয়ের আত্মা শান্তি পাবে।’