খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ সেপ্টেম্বর, নয়াদিল্লি: বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে হচ্ছে না আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলার শুনানি। নোটিস দিয়ে জানালেন সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার। এর ফলে আরজি কর মামলার শুনানি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, যে সমস্ত মামলাগুলির ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আংশিকভাবে শুনানি হয়েছে সেই বিষয়ে যে বেঞ্চ শুনানি করে তাঁরাই সিংহভাগ ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখে। অর্থাৎ তার মধ্যে যদি কোন বিচারপতি উপস্থিত না থাকেন তাহলে সংশ্লিষ্ট দিনে শুনানি হয় না। অন্য তারিখ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান বিচারপতি ৫ সেপ্টেম্বর আদালতে বসবেন না।
ফলে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের সঙ্গে তাঁর বেঞ্চ বৃহস্পতিবার বসছে না। ওই বেঞ্চে যে যে মামলা ছিল, সেগুলি শুনানির জন্য গৃহীত হবে না। তবে কবে ফের সেই মামলার শুনানি হবে, তা আপাতত জানানো হয়নি। ইতিমধ্যে সুপ্রিমকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত নোটিসও আপলোড করা হয়েছে। জানা যাচ্ছে, প্রধান বিচারপতি অসুস্থ। সে কারণে বৃহস্পতিবার তিনি আদালতে আসবেন না।
প্রসঙ্গত, সুপ্রিমকোর্টের ডিভিশন বেঞ্চ স্বতপ্রণোদিতভাবে এই মামলা গ্রহণ করেছিল। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই মামলার শুনানি অন্য এজলাসে না হওয়ার সম্ভাবনা দেখছেন আইনজীবীদের অনেকে। তাঁদের মতে, আগামী শুক্রবার সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে আরজি কর সংক্রান্ত অন্য একটি মামলার শুনানি রয়েছে। সেক্ষেত্রে ওই দিনই মূল মামলারও শুনানি হতে পারে। এই মামলাতেই আগামীকাল আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সিবিআইয়ের। পাশাপাশি কলকাতা পুলিশকেও নিজের বক্তব্য জানাতে বলেছিলেন বিচারপতিরা।
আরজি কর-কাণ্ডে মামলাকারীর পক্ষে লড়ছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বৃহস্পতিবার শুনানি থাকায় তিনি বুধবার সন্ধ্যাতেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। পথে জানতে পারেন, প্রধান বিচারপতির বেঞ্চ না বসছে না। বিমানবন্দর থেকে বিকাশ বলেন, ‘‘এটা আগে থেকে আমাদের জানানো উচিত ছিল। এতে আমাদের সময়, টাকা দু’টোই নষ্ট হল।’’