খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ২০ জানুয়ারি, কলকাতা: আর জি কর তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত। ঘটনার ১৬৪ দিনের মাথায় দোষীর সাজা ঘোষণা করলেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। মামলায় শনিবার সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছিল আদালত।
এদিকে নির্যাতিতার পরিবারকে ১৭ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। বিচারক বললেন, এই মামলা বিরলের থেকে বিরলতম নয়। এদিকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমনা দিতে হবে সঞ্জয় রায়কে। এদিকে সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পরই নির্যাতিতার মা-বাবা এজলাসে উঠে দাঁড়িয়ে বলেন, আমরা ক্ষতিপূরণ চাই না, আমরা বিচার চাই।
এরপর বিচারক বলেন, আমি জানি আপনারা ক্ষতিপূরণ চান না। তবে আইনের বিধান অনুযায়ী এই ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছি। এরপর এই টাকা নিয়ে কী করবেন, তা আপনাদের বিষয়। প্রসঙ্গত, গত বছরের ৯ আগস্ট, হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়।
অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয় তাঁকে। তদন্তে নামে কলকাতা পুলিশ। ১০ আগস্ট এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। ৪ নভেম্বর সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জগঠন করা হয়। ১১ নভেম্বর শিয়ালদহ আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। ১৮ জানুয়ারি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আদালত।