‘প্রমাণিত হল কলকাতা পুলিশের তদন্ত সঠিক ছিল’, আরজি কর মামলার রায় ঘোষণা হতেই বললেন কুণাল

80

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৮ জানুয়ারি, কলকাতা: শনিবার আরজি কর মামলায় রায় ঘোষণা করল শিয়ালদহ আদালত। দোষী সাব্যস্ত হয়েছেন অভিযুক্ত সঞ্জয় রায়। আগামী সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সাজা ঘোষণা করবে আদালত। আর রায় ঘোষণার পরেই মুখ খুললেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

তিনি বলছেন, “আজকের রায় প্রমাণ করে দিল কলকাতা পুলিশের তদন্ত একেবারে সঠিক ছিল।” পুলিশের ভূয়সী প্রশংসা করে কুণাল বলছেন, ‘পুলিশ সব শক্তি দিয়ে তদন্ত করছিল। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কিছু সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কিছু বাম, অতিবাম, অন্ধ তৃণমূল বিরোধী, চিকিৎসকদের একাংশ যেভাবে মানুষের আবেগকে বিপথে চালিত করেছিল। আজকে শিয়ালদহ আদালতের রায়ে প্রমাণ হয়ে গেল, পুলিশের তদন্ত ঠিক পথেই ছিল। মাঝপথে সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কলকাতা পুলিশের তদন্তে মান্যতা পেয়েছে।’

কুণাল আরও বলেন, ‘প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এই ঘটনায় কড়া তদন্তের নির্দেশ দিয়েছিলেন পুলিশকে। প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের ফাঁসি চেয়ে এসেছেন। কিন্তু বাম, অতিবামরা বিভ্রান্ত করে গেছে নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য।’

৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কিন্তু তদন্ত চালিয়েও ধর্ষণ-খুন মামলায় সঞ্জয় ছাড়া অন্য কাউকে গ্রেপ্তার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৭ অক্টোবর শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ করে। তাতে একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয়ের নামই ছিল। এদিন তাকেই দোষী সাব্যস্ত করল আদালত।